তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভ্লুত কাভাসগ্লু দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। গতকাল মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার কিছু পরে তিনি ইন্দোনেশিয়া থেকে ঢাকায় এসেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
এদিকে অচিরেই তুরস্কের আঙ্কারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ঢাকায় কামাল আতাতুর্কের ভাস্কর্য উন্মোচন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আজ বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভ্লুত কাভাসগ্লু। প্রায় দেড় ঘণ্টাব্যপী বৈঠকে তারা বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দুই মন্ত্রী বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আওতায় আগামীতে অনেক কাজ করবে দুই দেশ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা খাতে বিনিয়োগের আগ্রহ দেখান। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। তাছাড়া বাংলাদেশে একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রস্তাবও দিয়েছে তুরস্ক।
এর আগে, সকাল সাড়ে ৯টায় ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এছাড়া ঢাকায় বারিধারাতে তুরস্ক দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবনও উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর আঙ্কারায় বাংলাদেশ মিশনে ‘বাংলাদেশ ভবন’ উদ্বোধন করতে তুরস্ক সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।