স্পোর্টস ডেস্কঃ কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবারের মতো ক্রিকেট খেলতে নেমেছিলেন ১৯২৮ সালের ৩০ নভেম্বর। আর ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ওই টেস্ট ক্রিকেটেই অভিষেক হয় ব্র্যাডম্যানের। আর ওই অভিষেক ম্যাচে পরা তার মাথার ক্যাপটি নিলামে বড় অংকে বিক্রি হলো এবার। নিলামে অংশ নিয়ে দেশটির ব্যবসায়ী পিটার ফ্রিডম্যান এই ক্যাপ কিনেছেন ৪ লাখ ৫০ হাজার ইউসএস ডলারে। যা বাংলাদেশি টাকায় ৩ কোটি ৭৯ লাখ ৪১ হাজার টাকা। খবর- দ্য গার্ডিয়ানের।
এর আগে রোড মাইক্রোফোনের প্রতিষ্ঠাতা পিটার ফ্রিডম্যান মার্কিন রক স্টার কুর্ট কোবেইনের গিটার নিলামে কিনেও শিরোনাম হয়েছিলেন। নিরভানা ব্যান্ডের প্রধান এই সদস্যের অ্যাকস্টিক গিটারটির মূল্য ছিল ৯০ লাখ ডলার অর্থাৎ ৭৫ কোটি ৮৮ লাখ টাকা।
‘ব্যাগি গ্রিন’ খ্যাত টেস্ট ক্যাপটি অস্ট্রেলিয়ার সবার কাছে সম্মানের বিষয়। আর পিটার বলেন, ‘স্যার ডন ব্র্যাডম্যান একজন কিংবদন্তি। তিনি প্রচণ্ড মেধাবী ছিলেন। অন্যতম সেরা অ্যাথলেটও। অস্ট্রেলিয়ার একজন আইকন।’
তাছাড়া ব্র্যাডম্যানের অভিষেক ক্যাপটি দেশটির বিভিন্ন শহরে প্রদর্শন করার ইচ্ছা প্রকাশ করে ফ্রিডম্যান বলেন, ‘আমার চমৎকার একটি পরিকল্পনা রয়েছে। অস্ট্রেলিয়ার নানা প্রান্তে ক্রীড়াপ্রেমী ও ক্রিকেট সংশ্লিষ্টদের কাছ থেকে দেখার সুযোগ করে দিবো এটি।’
উল্লেখ্য, ৫২ টেস্টের বর্ণোজ্জ্বল কেরিয়ারে ব্র্যাডম্যান করেন ৬৯৯৬ রান। তাঁর ব্যাটিং গড় ৯৯.৯৪। ৫২টি টেস্টে ২৯টি শতকান করেন স্যার ডন ব্র্যাডম্যান। যার মধ্যে ১২টি দ্বিশতরান ও ২টি ত্রিশতরান৷ লিডসে সর্বোচ্চ ৩৩৪ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে৷ হাফসেঞ্চুরি করেন ১৩টি।
স্যার ডনের ব্যাটিং গড় ১০০ ছুঁয়ে ফেলত, যদি কেরিয়ারের শেষ ইনিংসে অন্তত ৪ রান করতেন তিনি৷ ১৯৪৮ সালে ওভালে শেষ ইনিংসে দু’বলে শূন্য রান করে সাজঘরে ফেরেন তিনি ৷
ক্রিকেটে ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে বিবেচিত হন স্যার ডন ব্র্যাডম্যান ৷ ১৯০৮ সালের ২৭ অগাস্ট নিউ সাউথওয়েলসের কুতামুন্দ্রায় জন্মগ্রহণ করেন কিংবদন্তি স্যার ডন ব্র্যাডম্যান। আর ২০০১ সালে ২৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই ক্রিকেটার৷