আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে প্রথম ব্যক্তি হিসেবে ফাইজারের করোনার (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (৭১)। দেশটিতে গতকাল শনিবার করোনাভাইরাসের ভ্যাকসিন কর্মসূচি শুরুর পর পরই এই ভ্যাকসিন শরীরে নেন।
ইসরায়েলের ভ্যাকসিন কর্মসূচিতে অংশ নিয়ে নেতানিয়াহু বলেন, ভ্যাকসিনের প্রতি নাগরিকদের উৎসাহিত করতেই তিনি সবার আগে ভ্যাকসিন নিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রীসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এদিন ভ্যাকসিন নেন। তেল আবিব সংলগ্ন একটি মেডিক্যাল সেন্টার থেকে এ টিকাদান কর্মসূচি সরাসরি সম্প্রচার করা হয়।
টিকাদান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু আশাবাদ জানিয়ে বলেন, শিগগিরই লোকজন তাদের কাজকর্ম ও ব্যবসা-বাণিজ্য শুরু করতে পারবে। টিকাদান কর্মসূচির মাধ্যমে করোনা বিধিনিষেধের ইতি ঘটতে শুরু করবে। এ বছরের মধ্যেই দেশের ২০ শতাংশ মানুষের জন্য ভ্যাকসিন সংগ্রহ করতে চায় কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ফাইজার ও বায়োএনটেক-এর তৈরি ভ্যাকসিনের প্রথম চালান ইসরায়েলে পৌঁছায় গত সপ্তাহে। এরই মধ্যে মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনও অর্ডার করেছে দেশটি।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকাদান কর্মসূচির আওতায় আজ রবিবার থেকে দেশজুড়ে ১০টি হাসপাতাল ও টিকা কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হবে। তবে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ৬০ বছরের বেশি বয়সীদের অগ্রাধিকার দেওয়া হবে।