সাকিব আল হাসান , রৌমারী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ঝিগনীরকান্দা সোনাভরি খালের উপর ব্রিজ নির্মাণ করা হলেও দু’ পাশে সংযোগ রাস্তা না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। ঝিগনীরকান্দা হতে সোনাভরি স্কুল হয়ে বন্দবেড় ইউনিয়ন পরিষদে যাওয়ার সংযোগ রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে শিক্ষক, ব্যবসায়ী ও কোমলমতি স্কুল শিক্ষার্থীরা।
বিভিন্ন সুত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু/কালভার্ট নিমার্ণ প্রকল্প ২০১৮-২০১৯ আওতায় প্রায় ৩১ লক্ষ টাকা ব্যয়ে ৩৬ ফিট ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও দুই মাথায় সংযোগ রাস্তা না থাকায় দূর্ভোগে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সোনাভরি খালের উপর ব্রিজটি নিমার্ণ করা হয়েছে তার দু’পাশে কোন সংযোগ রাস্তা নেই। ঝিগনীরকান্দা সড়ক হতে ব্রিজটি পূর্বমাথা পযর্ন্ত একশত মিটার ও ব্রিজটি পশ্চিমপাড় হতে সোনাভরি স্কুল পযর্ন্ত এক কিলোমিটার কোন রাস্তা না থাকায় ব্রিজটি এলাকাবাসীর কোন কাজে আসছে না।
ঝুনকিরচর গ্রামের আয়নাল হক, আব্দুস সামাদ বলেন, কিছু দিন আগে ব্রিজের কাজ শেষ হয়েছে। তবে ব্রিজের দু মাথায় সংযোগ সড়ক না থাকায় যানবাহন তো দুরের কথা সাধারণ মানুষও যাতায়াত করতে পারছে না।
ঝিগনীরকান্দা গ্রামের হাবিবুর, হাজের আলী, কাদের আলী বলেন, আমরা খালের উপারে কৃষি জমির আবাদি ফসল অনেক কষ্ট করে নিয়ে আসি। ব্রিজ হলেও রাস্তা না থাকায় আমাগো কোন কাজে আসেনা, সরকার যদি ব্রিজের দুই পাশে সংযোগ রাস্তা করে দেয় তবে আমাগো অনেক উপকার হতো।
সোনাভরি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মো. শাজাহান আলী বলেন, ঝুনকিরচর, ঝিগনীরকান্দা, পূর্ব খনজনমারা গ্রামের অনেক শিক্ষার্থী জমির আইল দিয়ে হেটে স্কুলে আসে, ব্রিজ হয়েছে রাস্তা না থাকায় এলাকাবাসী কোন সুফল পাচ্ছেনা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান বলেন, ব্রিজটির সাথে সংযোগ রাস্তা করার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রৌমারী উপজেলা প্রকৌশলী মেজবাহউল হক বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওয়তায় ব্রিজের কাজ কয়েক মাস আগে শেষ হয়েছে। সংযোগ সড়কের বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।