স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটের আলোচিত পেসার মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। মানসিক যন্ত্রণায় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানিয়েছেন। ইএসপিএনক্রিকইনফো আমিরের অবসরের খবর নিশ্চিত করেছে।
বর্তমান পাকিস্তান টিম ম্যানেজমেন্টের উপরে আমির হতাশ। নিউজিল্যান্ড সফরে ৩৫ জনের দল নিয়ে গিয়েছিল পাকিস্তান।কিন্তু সেই দলে জায়গা হয়নি আমিরের। ক্ষোভে, হতাশায় এখন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমির।
মোহাম্মদ আমির জানিয়েছেন, “দলের পরিবেশ একদমই ভাল নয়। ৩৫ জন সদস্যের মধ্যেও যখন আমাকে রাখা হয়নি, তখনই আমি এটা বুঝতে পেরেছিলাম। এই ম্যানেজমেন্টের অধীনে আমার পক্ষে খেলা সম্ভব নয়। আমার মনে হয় এখন ক্রিকেট থেকে সরে দাঁড়ানোই ভাল। আমাকে মানসিক ভাবে অত্যাচার করা হয়েছে।”
যার ফলশ্রুতিতে এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে আনুষ্ঠানিকভাবে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন এই পেসার।
পাকিস্তানি ‘এআরওয়াই স্পোর্টস’ চ্যানেলে বলা হয়েছে, সম্প্রতি ওয়াকার ইউনিসের করা মন্তব্যে এমন সিদ্ধান্ত নিয়েছেন আমির।
এদিকে ওয়াকার বলেন, টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার জন্যই আমির টেস্ট থেকে অবসর নিয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মোহাম্মদ আমির। তবে সাদা বলের ক্রিকেটে নিয়মিত খেলে যাবেন বলেই জানান তিনি। তবে সবশেষ ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও জায়গা হয়নি দলে। জায়গা হয়নি পাকিস্তানের নিউজিল্যান্ড সফরের দলেও। ২০০৯ সালে পাকিস্তানের হয়ে অভিষেক হওয়া আমির ইংল্যান্ডের বিপক্ষে স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হন ৫ বছর। নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও ক্রিকেটে ফিরেছিলেন ২০১৬ সালে।