অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে কৈশোর প্রজনন স্বাস্থ্য,মানসিক স্বাস্থ্য,জেন্ডার, নারী ও শিশু নির্যাতন এবং কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ ডিসেরম্বর) সকাল ১১টায় উপজেলার বিনোদনগর বালিকা বিদ্যালয়ের শ্রেণী কক্ষে ওর্য়াল্ড মিশন প্রেয়ারলীগ ( ল্যাম্ব হাসপাতার) অ্যাডোলেন্টে এন্ড কমিউনিটি ট্রান্সফরমেশন (এসিটি) প্রজেক্টের আয়োজনে এ কর্মশালায় প্রশিক্ষক হিসাবে ল্যাম্বের এসিটি প্রকল্পের টেকনিক্যাল অফিসার মাসুমা সুলতানা বক্তব্য রাখেন। কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্রধান, শিক্ষক, সাংবাদিক, ঈমাম, ধর্মীয় নেতারা অংশ গ্রহন করেন।
এ সময় ল্যাম্বের এসিটি প্রকল্পের টেকনিক্যাল কোডিনটর গোলাম মোস্তফা, অ্যাডোলেসেন্ট ফেসিলিটেটর কমল,পিপাশা,সেলিনা উপস্থিত ছিলেন।