আন্তর্জাতিক ডেস্কঃ এবার কানাডায় ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দেশটির টরন্টো এবং কুইবেক সিটিতে দুইজনকে টিকা দেয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকা দেয়া কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। খবর-এএফপির।
এএফপি জানিয়েছে, গতকাল সোমবার (১৪ ডিসেম্বর) কুইবেক সিটির একটি লং টার্ম কেয়ারের বাসিন্দা ৮৯ বছর বয়সী জিসেলে লেভেসককে কানাডার প্রথম টিকা দেওয়া হয়। তার আধা ঘণ্টা পর টরন্টো হাসপাতালে স্বাস্থ্যকর্মী অনিতা কোয়াইডেনজেনকে দেশের দ্বিতীয় টিকা দেওয়া হয়।
কানাডায় টিকার প্রথম চালান পৌঁছায় গত রবিবার (১৩ ডিসেম্বর) রাতে। ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা বেলজিয়ামে উৎপাদন করা হচ্ছে। সেখান থেকে গত শুক্রবার (১১ ডিসেম্বর) টিকার চালানের যাত্রা শুরু হয়। জার্মানি ও যুক্তরাষ্ট্র হয়ে টিকার চালান কানাডায় আসে।
প্রাথমিকভাবে কানাডার ১৪টি স্থানে ৩০ হাজার ডোজ করোনার টিকা সরবরাহ করা হবে। শুরুতে সবচেয়ে ঝুঁকিতে থাকা লোকজনকে এই টিকা দেওয়া হবে। কানাডা সরকার ইতিমধ্যে এই টিকার দুই কোটি ডোজের ক্রয়াদেশ দিয়ে রেখেছে। প্রয়োজনে তারা আরও টিকা কিনবে।
উল্লেখ্য, গত বুধবার ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা ব্যবহারের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডা। তারা জানায়, টিকাটি নিরাপদ, কার্যকর ও ভালো মানের বলে প্রমাণ পাওয়ায় তা ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। সুত্রঃ এএফপি।