আন্তর্জাতিক ডেস্কঃ আজ সোমবার (১৪ ডিসেম্বর) থেকে যুক্তরাষ্ট্রে ব্যাপক পরিসরে ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে যাচ্ছে। দেশটির বিশেষজ্ঞরা মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করা কোভিড-১৯ ভ্যাকসিন জরুরিভিত্তিতে অনুমোদন দেয়া হয়। জরুরি অনুমোদনের পর পরই ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন ব্যবহারের কর্মসূচি আজ শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্থানীয় কর্মকর্তারা।
এ লক্ষ্যে সব অঙ্গরাজ্যে প্রথম দফায় ৩০ কোটি ডোজ টিকা পাঠানো হচ্ছে। টিকা সরবরাহে নিযুক্ত কর্মকর্তা জেন গুসটেভ পেরনা এ তথ্য জানিয়েছেন।
এদিকে ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৩৬৬ জন। এর মধ্যে মারা গেছে ৩ লাখ ৫ হাজার ৮২ জন। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৯৬ লাখ ৪৪ হাজার ৩২৫ জন।
প্রসঙ্গত, অনুমোদনের ২৪ ঘণ্টার মধ্যেই দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিতে গত কয়েক দিন থেকেই ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাপক চাপের মুখে ছিল এফডিএ। সংস্থাটির প্রধান স্টিফেন হানকে এর অনুমোদন দিতে, না হয় পদত্যাগ করতে বলা হচ্ছিল। করোনার বিরুদ্ধে এ ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর বলে ইতিমধ্যেই প্রমাণ পাওয়া গেছে।
উল্লেখ্য, এদিকে উত্তর গোলার্ধের দেশগুলোতে শীতকালে মহামারীর সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রিটেন এ সপ্তাহে প্রথম পশ্চিমা দেশ হিসেবে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দিয়েছে। কানাডা, বাহরাইন ও সৌদি আরবও এ ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দিয়েছে। সুত্রঃ বিবিসি।