হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গেল বৃহস্পতিবার শিবদীঘি, রামপুর ও বলিদ্বারা বাজারে ৪টি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১১ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ঠাকুরগাঁও, অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ শাদী।
শিবদীঘি বিহারীর ভাতের হোটেলে অপরিচ্ছন্ন খাদ্য পরিবেশন করার অপরাধে ৫০০০ টাকা , বলিদ্বারা বাজারে খালেক মুদি দোকানে নিম্নমানের নারিকেল তেল বিক্রি করার দায়ে ১০০০ টাকা , মিজান ট্রেডার্সের এসিআই কোম্পানির ধানের বীজ নকল করায় ২৫০০ টাকা ও রামপুর বাজারে শাহজাহান ট্রেডার্সে নিম্নমানের মোবিল নকলভাবে প্যাকেটজাত করে বিক্রির অপরাধে ২৫০০ টাকাসহ মোট ১১০০০ টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর সারওয়ার হোসেন, সহযোগী স্যানিটারি ইন্সপেক্টর জাহেদুল ইসলাম ও থানা পুলিশ।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ শাদী জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।