আন্তর্জাতিক ডেস্কঃ গেল নভেম্বরে সমাপ্ত হওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী জো বাইডেন তার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে নিযুক্ত করার জন্য বেছে নিয়েছেন। মার্কিন গণমাধ্যমগুলোর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে পেন্টাগনের নেতৃত্ব দেবেন ৬৭ বছর বয়সী জেনারেল অস্টিন যদি কংগ্রেসে এই নিয়োগ অনুমোদন দেয়। ওবামা প্রশাসনে ইউএস সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জেনারেল অস্টিন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে হলে জেনারেল অস্টিনকে কংগ্রেসনাল ওয়েভার পেতে হবে। কারন তিনি মাত্র বছর আগেই অবসর নিয়েছেন।
উল্লেখ্য, এর দুই সপ্তাহ আগে নিজের জাতীয় নিরাপত্তা টিমের সদস্যদের নাম ঘোষণা করেছিলেন বাইডেন। তবে বাইডেন এবং জেনারেল অস্টিনের কেউই এই নিয়োগ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
মার্কিন গণমাধ্যম পলিটিকো সর্ব প্রথম জেনারেল অস্টিনের নিয়োগের ব্যাপারে খবর প্রকাশ করে। ওই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে পরিচিত তিনজন ব্যক্তির বরাত দিয়ে খবর প্রকাশ করে তারা। এর আগে এই পদের জন্য পেন্টাগনের কর্মকর্তা মিশেল ফ্লোরনোয়’র নাম শোনা যাচ্ছিল। যদি ফ্লোরনোয় নিয়োগ পেতেন, তাহলে তিনিই হতে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রতিরক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেন বাইডেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কথা রয়েছে বাইডেনের। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে এখনও পর্যন্ত পরাজয় মানতে অস্বীকৃতি জানিয়ে আসছেন ট্রাম্প।