স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশি ক্রিকেটার হিসাবে টি-টুয়েন্টিতে প্রথম ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি ব্যাটসম্যান তামিম ইকবাল।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ হাজার রান করতে তামিমের দরকার ছিল ২৭ রানের। রবিউল ইসলাম রবির বলে ছয় হাঁকিয়ে ৩১ রান পূর্ণ করার সঙ্গে তামিম ইকবাল ছুঁয়ে ফেললেন ৬ হাজার রানের মাইলফলক। এই মাইলফলক ছুঁতে তামিমের খেলেতে হয়েছে ২১২ ম্যাচ। তামিম ইকবালের আগে ৩৯ জন ক্রিকেটার ৬ হাজার রানের মালিক হয়েছেন।
চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে আজ বুধবার বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচের আগে তামিমের রান ছিল ৫ হাজার ৯৭৩ রান। টসে হেরে ব্যাট করতে নেমে তামিম ২৩ বলে তুলে ফেলেন ৩১ রান। এতে পূর্ণ হয়েছে ৬ হাজার রানের মাইলফলক। গত ম্যাচে রাজশাহীর বিপক্ষে তামিম খেলেছিলেন ৭৭ রানের অপরাজিত ইনিংস।
উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে ১৪৯ তম ম্যাচে ৪ হাজার রান পূর্ণ করেন এই ড্যাশিং ওপেনার। ২০১৯ সালে পূর্ণ করেন ৫ হাজার রান। আজ ছুঁয়ে ফেললেন ৬ হাজার রানের মাইলফলক। চলতি টুর্নামেন্টে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৫ হাজার রান পূর্ণ করেছেন সাকিব আল হাসানও।