স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
সোমবার (৩০ নভেম্বর) দেশের বিদ্যমান আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ১৪ দলের ভার্যু-্য়াল আলোচনাসভায় সভাপতির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলের,” দেশের অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে আবারো ধর্মব্যবসায়ীদের মাঠে নামিয়েছে স্বাধীনতাবিরোধী কুচক্রীমহল। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে একটি গোষ্ঠী বিরোধিতা করছে। রাজনৈতিকভাবে যারা ব্যর্থ হয় তারাই যুগ যুগ ধরে ধর্মব্যবসায়ীদের ঢাল হিসেবে ব্যবহার করে। এবারো তাই করছে। এদেশের মানুষ ধর্মপরায়ণ কিন্তু ধর্মান্ধ নয়। ধর্মান্ধরা দল কিংবা ব্যক্তির নয়, দেশ ও জাতির শত্রু। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানবিরোধীদের সম্পর্কে দেশের মানুষকে সজাগ থাকতে হবে।সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ বলেন, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রার পথে যারা বাধা সৃষ্টি করবে তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার কিংবা আপস নয়, মৌলবাদ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলায় ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই।