বাংলাদেশি প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি ধরে রেখেছেন। তাই তারা হচ্ছেন এদেশের রেমিটেন্স যোদ্ধা। কিন্তু এসব রেমিটেন্স যোদ্ধাদের উন্নতমানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সব প্রবাসী ফ্রিতে পাবেন।
গতকাল রোববার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের ৭৩তম সভা শেষে সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা ভোটার নিবন্ধন দিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হবে না।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ২০ লাখ বাংলাদেশি এখন প্রবাস জীবনযাপন করছেন। দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেন তারা। দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান ১৩ থেকে ১৪ শতাংশ। তাই রেমিটেন্স যোদ্ধাদের এনআইডি ফ্রিতে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৯ সালের নভেম্বর মাসে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সেবা চালু করা হয়। সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে এ সেবা কাজ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। প্রবাসীরা অনলাইনে ভোটার নিবন্ধনে জন্য services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
ইসি সচিব জানান, রোববার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে, প্রবাসী ভোটারদের কাছ থেকে ফি নেয়া হবে না। কারণ বর্তমানে জাতীয় পরিচয়পত্র দেয়ার জন্য যে আইন ও বিধি আছে, সেখানে ফি নেয়ার কোনো সুযোগ নেই। কমিশন বিশ্লেষণ করে দেখেছে, যেহেতু নাগরিক সুবিধা হিসেবে এটা দেশের মধ্যে ফ্রি দেয়া হয়, বিদেশেও ফ্রি দেয়া উচিৎ। এই চিন্তা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে প্রবাসীদের কাছ থেকে ভোটার হিসেবে নিবন্ধনের জন্য ফি নেয়া হবে না।