স্পোর্টস ডেস্কঃ সর্বকালের সেরা ফুটবলার, ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। আজ বুধবার ৬০ বছর বয়সে মারা গেছেন এই কিংবদন্তি। সুত্রে জানা গেছে তার বুয়েনস আয়ার্সের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ফুটবল ঈশ্বর ম্যারাডোনা।
যুক্তরাজ্যের সময় আজ (২৫ নভেম্বর) বুধবার দুপুরে (বাংলাদেশ সময় রাত) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ১৯৮৬ সালের আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ডিয়েগো ম্যারাডোনা। দুঃখজনক সংবাদটি ম্যারাডোনার আইনজীবী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন।
ম্যারাডোনার আইনজীবীর বরাত দিয়ে আর্জেন্টাইন নিউজ আউটলেট ক্লারিন সবার আগে এ সংবাদ প্রকাশ করে। মুহূর্তের মাঝে বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ম্যারাডোনার চির বিদায়ের সংবাদ।
আর্জেন্টিনার ফুটবলের সাবেক এই মিডফিল্ডার এবং ম্যানেজার ম্যারাডোনার মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে নভেম্বর মাসের শুরুর দিকে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচার হলেও পর্যবেক্ষণের জন্য তাকে বেশ কিছুদিন হাসপাতালেই রেখে দেওয়া হয়। সুস্থ হওয়ায় সবশেষ দুই সপ্তহ আগে তাকে বাড়িতে নেওয়া হয়। এর আগে গত ৩০ অক্টোবর ৬০তম জন্মদিন পালনের পর অসুস্থ হয়ে পড়েছিলেন এ ফুটবল কিংবদন্তি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছে, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও সভাপতি ক্লদিও তাপিয়া আমাদের কিংবদন্তি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। আপনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন।’
উল্লেখ্য, আর্জেন্টিনোস জুনিয়রের হয়ে ১৬ বছর বয়সে পেশাদার ফুটবলের ক্যারিয়ার শুরু করেন তিনি। জাদুকরি বাঁ পায়ে তিনি মাতিয়েছেন বার্সেলোনা, নাপোলি, সেভিয়া ও নিউওয়েলস ওল্ড বয়েজ ক্লাব। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতান তিনি। সেই আসরে তার বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ গোলটির অবতারণা ঘটে। তিনি চারটি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ৯১ ম্যাচে ৩৪ গোল করেছিলেন, তাদের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে ডোপ টেস্টে পজেটিভ হওয়ায় বিশ্বকাপের পরের আসরে আর অংশ নেয়া হয়নি এই গ্রেটের। পরবর্তীতে ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনা জাতীয় দলের কোচের দায়িত্ব নেন ডিয়োগো। যদিও সে দফা সফল হতে পারেননি তিনি।
সুত্রঃ বিবিসি, এএফপি, সান।