মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী প্রতিনিধি :গতকাল ২৩ নভেম্বর সকালে নীলফামারী জেলা সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের কুচিয়ার মোড়ের, নির্যাতিত মশিয়ার রহমান তার বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ১৪ নভেম্বর সৈয়দপুর থেকে ফেরার পথে পূ্র্বের শত্রুতার জের ধরে বাবড়িঝাড় হাই স্কুলের সামনে থেকে আমাকে ফোন করে তারা অত্র স্কুলের ভিতরে আমাকে আসতে বলে আমি সরল মনে স্কুলের ভিতরে প্রবেশ করলে তারা আমাকে এলোপাথারি মারপিট শুরু করে জুয়েল, করিম, রানা, রাজু সহ ১২/১৩ জনের সন্ত্রাসী দল, আমাকে মারপিট জখম করে, আমার প্যান্টের পকেটে জমি বন্ধকের দুই লক্ষ টাকা এবং আমার ব্যবহৃত স্মার্ট ফোন (স্যামসাং) ছিনিয়ে নিয়ে চলে যায়, স্থানীয় লোকজন আমার চিৎকার শুনতে পেয়ে আমাকে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য আমাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দীর্ঘ ৪৮ ঘন্টা পর আমার জ্ঞান ফিরলে আমি চোখ খুলে দেখি আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেডে শুয়ে আছি।
দীর্ঘ ৫ দিন পর আমি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় আসি এবং একটি এজাহার সদর থানায় করি, এজাহার কারায় ওরা আমাকে প্রান নাশের হুমকি দিচ্ছে বলতেছে আমার এজাহার যেন আমি উঠায় নেই এবং রাতে তারা আমার বাসায় ইট দিয়ে ঢিল মারতেছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠ বিচার এবং আসামিদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।