আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ভামকোর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩ জন। এ ঘটনায় নিঁখোজ রয়েছে আরো ২২ জন। শনিবার সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজন ঘূর্ণিঝড় ভামকোর আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ভূমিধসে অনেক ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, অনেক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজ ব্যাহত হচ্ছে।
এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের কারণে সবচেয়ে বড় দ্বীপ লুজনে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এসময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর ঘরবাড়ি ছেড়ে যায় বহু মানুষ।
রাজধানী ম্যানিলাসহ দেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নেয়। স্থানীয়ভাবে উলিসেস নামের এই টাইফুনটি চলতি বছর ফিলিপাইনে আঘাত হানা ২১তম ঘূর্ণিঝড়।
উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে দেশটিতে টাইফুন গনি আঘাত হেনেছিল। আর গত সাত বছরের মধ্যে এটিই ফিলিপাইনে সবচেয়ে শক্তিশালী টাইফুন।