মধ্যরাতে চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা সাইফুল আলম কে তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।
স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকার ইকুইটি টাওয়ারের বাসায় অভিযান চালিয়ে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল লিমনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
তবে রাত একটার দিকে লিমনকে মেহেদীবাগ থেকে গ্রেপ্তার করা হলেও রাত আড়াইটার দিকে তাকে নিয়ে চট্টমেট্রো-চ-১১-০৬১৭ নম্বরের সাদা একটি নোহা গাড়ি লালদিঘি পাড়ের ডিবি কার্যালয়ে প্রবেশ করে বলে জানা গেছে।
এ সময় লিমনের পরিবারের সদস্যরাও ডিবি কার্যালয়ের বাইরে অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের কাউকে ডিবি অফিসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
পরিবারের সদস্যদের দাবি, কোনো মামলার ওয়ারেন্ট ছাড়াই লিমনকে গ্রেপ্তার করেছে ডিবি। লিমনের বড় ভাই ইমন গণমাধ্যম কে বলেন, ‘আমরা ডিবির সদস্যদের কাছে জানতে চেয়েছিলাম তাকে কোন্ মামলায় অ্যারেস্ট করা হচ্ছে। তারা আমাদের বলেছে পত্রপত্রিকায় তার বিরুদ্ধে লেখালিখি হচ্ছে। তাই ওপরের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’