স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
অবশেষে খোজ মিললো আলোচিত অপহরনের শিকার সাংবাদিক গোলাম সরওয়ারের। ‘প্লিজ, আমি নিউজ করবো না, প্লিজ ভাই- প্লিজ’ বলতে বলতে উদ্ধার করতে যাওয়া লোকজনের পা জড়িয়ে ধরছিলেন তিনি। এসময় তার শরীরে স্যান্ডো গেঞ্জি ও অন্তর্বাস ছাড়া কিছু ছিল না। স্থানীয়রা উদ্ধারের পর তাকে হাসপাতালে নিতে চাইলে তিনি একথা বলেন। তুলে নেয়ার পর তার ওপর যে নির্যাতন করা হয়েছে, তাই হয়ত সে ভয় থেকেই তিনি ‘আর কখনো নিউজ করবেন না’ বলে প্রলাপ করতে থাকেন। নিখোঁজের পর ছাড়া পেলেও নির্যাতনের ঘোর না কাটায় বাঁচাতে আসা মানুষগুলোকেও নির্যাতনকারী মনে করে আঁতকে উঠছেন তিনি।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যার পর সীতাকুন্ডের কুমিরা ঘাট সংলগ্ন এলাকায় অবচেতন অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আলাউদ্দিন গণমাধ্যম কে জানায়, কুমিরা ঘাটের পাশে তার (গোলাম সরওয়ার) গোঙানোর শব্দ শুনে স্থানীয়রা তাকে নিয়ে আসে। তার পরনে কেবল গেঞ্জি আর অন্তর্বাস পরা ছিল।
পরে কোতোয়ালী থানা পুলিশের টিম গিয়ে গোলাম সরওয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
প্রসঙ্গত, গত ২৯ অক্টোবর সকালে চট্টগ্রাম নগরীর ব্যাটারি গলির বাসা থেকে বের হওয়ার পর থেকে চট্টগ্রামের সাংবাদিক গোলাম সরওয়ার আর সন্ধান মিলছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়ে সাংবাদিক গোলাম সরওয়ারের পরিবার ও বিভিন্ন মহল। এ ঘটনায় সিএমপির কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।