মো. ইব্রাহিম খলিল, বুুুড়িচং- ব্রাহ্মণপাড়া,কুুুুমিল্লা প্রতিনিধিঃ “নামূল্যে আইনি সেবা দিতে, ওকাপ আছে আপনার পাশে” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুরে মানবপাচার প্রতিরোধ ও দমনে ইউনিয়ন পাচার নিরোধী কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ব্রাহ্মণপাড়া শাখার আয়োজনে গতকাল রবিবার বেলা ১১টায় দুলালপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দুলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া। পরিচালনা করেন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) ব্রাহ্মণপাড়া শাখার মাঠ সমন্বয়ক মোঃ শরীফুল ইসলাম।
উপস্থিত ছিলেন দুলালপুর এসএসএমএন্ড কে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, উপ সহকারী কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সৈয়দ নাজমুল হক, সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকার (চারু), সহকারী শিক্ষিকা মর্শিদা বেগম, পরিবার কল্যাণ পরিদর্শিকা নজিবা আক্তার, ইউপি সদস্য আকতার উজ্জামান ভ‚ইয়া, সফিকুল ইসলাম, মাহবুব আলম, মোসা: কামরুন্নাহার বেগম, মোনাফ মিয়া, আবু হানিফ ভ‚ইয়া (রুজু), সমাজসেবক মনিরুল ইসলাম সরকার, উদ্যোগক্তা কুদরতে ই খোদা, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য লুৎফুন নেসা, রফিকুল ইসলাম, সুরুজ মিয়া সহ এলাকার গন্যামন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।