স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
রবিবার (২৫ অক্টোবর) কক্সবাজার কলাতলী পয়েন্টে সাগরে গোসল করতে নেমে জাহিদুল ইসলাম (১০) নামে এক শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে। এসময় উদ্ধার করা হয়েছে অপর দুই শিশুকে। নিখোঁজ শিশু কলাতলী চন্দ্রিমা এলাকার সুলতান আহমেদের ছেলে।
সৈকতের লাইফ গার্ডের সুপারভাইজার সিফাত বলেন, ‘একটি টিউব ভাড়া করে সকাল ১১ টার দিকে কলাতলী পয়েন্টস্থ ডিভাইন ইকো রির্সোট বরাবর নিচে সমুদ্রে গোসল করতে নামে তিনজন শিশু। গোসল করার এক পর্যায়ে তারা ডুবে যায়। সেখান থেকে দুই জনকে উদ্ধার করে লাইফগার্ড সদস্যরা।’
পর্যটক সেবায় নিয়োজিত সৈকতের বীচকর্মী মাহাবুবুল আলম বলেন, ‘গোসল করতে নামা তিনজন শিশুর বাড়ি ভিন্ন ভিন্ন জায়গায়। তারা মূলত সাগরে টিউবের ভাড়ার জন্যই ৩জন এক জায়গায় হয়েছে। উদ্ধার হওয়ার দুইজনের মধ্যে একজনের নাম হাবিব। সে কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকার মৃত হাসানের ছেলে। উদ্ধার হওয়া অন্য একশিশুর পরিচয় পাওয়া যায়নি।’
কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) ইমরান জাহিদ খান বলেন, ‘তিনজন স্থানীয় শিশু সাগরে গোসল করতে নামার বিষয়টি জানা গেছে। সেখান থেকে দুইজন উদ্ধার হয়েছে। নিখোঁজ শিশুটি উদ্ধারের তৎপরতা চলছে।’