বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা সবার দায়িত্ব উল্লেখ করে তা বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। রোববার (০৩ ফেব্রুয়ারি) গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাইফ উদ্দীন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কাজ করলে তাকে কোনভাবে দোষারোপ করা সম্ভব নয়। আমি সবার কাছে আবেদন জানাই একত্রিত হবার মাধ্যমে বঙ্গবন্ধুর অসম্পন্ন এ কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করার জন্য। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করলে অবশ্যই আমরা সফল হব।’