স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
রবিবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর উদ্যোগে চট্টগ্রামের বায়েজিদের শেরশাহ এলাকায় ২ শ‘তাধিক দোকান উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, অভিযানে নগরীর শেরশাহ মেইন রোড, শিল্পএলাকা রোড ও আবাসিক এলাকা রোডের প্রায় ২ শতাধিক অবৈধ দোকান-পাট ও দখলদার উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত জায়গার পরিমাণ প্রায় ৪০ শতক।
অপরপাশে দোকান মালিকরা অভিযোগ করেন, এইখানে শুধু কিছু দোকান অবৈধ ভাবে গড়ে তুলা হয়েছে আর প্রায় সব দোকানেই বৈধ। এই স্থাপনা গুলো মুক্তিযুদ্ধের আগের স্থাপনা। এই স্থাপনা গুলোর বৈধতা চ্যালেঞ্জ করে আমাদের আদালতে মামলা চলমান রয়েছে। আমরা হটাত্ হওয়া এই উচ্ছেদ কার্যক্রমে সর্বস্ব হারা হয়ে গিয়েছি। আমাদের আয় রুজি সব বন্ধ হয়ে গিয়েছে। আমরা অনেকেই অনেক টাকা ঋনের উপরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতাম।
দোকান মালিকরা আরো জানান, পুর্ব কোন নটিশ না দিয়েই হটাত্ এই উচ্ছেদ অভিযান করা হয়। হটাত্ এই অভিযানের কারনে আমরা দোকান-সমূহের প্রায় ১০-১৫ কোটি টাকার মালামাল নষ্ট হয়ে যায়। উচ্ছেদ অভিযানের সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ দোকান গুলোর অনেক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বায়েজিদ থানা পুলিশ, র্যাব-৭, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, ৩০ আনসার ব্যাটেলিয়ান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিভিশন লি. পিডিবিসহ সংশ্লিষ্টরা ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।