স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
শুক্রবার (১৬ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারায় থানার বরুমচড়া থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটটকৃতরা হলেন- কুমিল্লা জেলার কোতোয়ালী থানার বজ্রপুরের মৃত ছাত্তার মিয়ার ছেলে মো. জসিম উদ্দীন (৩৯), মোসাম্মৎ সেলিনা (৩০) ও বরিশাল জেলার গৌরনদী থানার শাহজিরার আব্দুলর খালেকের ছেলে মো. ফারুক (৪০)।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন গণমাধ্যম কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি প্রাইভেটকার যোগে বিপুল পরিমাণ মাদক নিয়ে কিছু ব্যক্তি কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে।
খবর পেয়ে বরুমচড়া রাস্তার মাথায় তল্লাশি চৌকি বসিয়ে তল্লাশি শুরু করি।
এসময় একটি প্রাইভেটকারের র্যাবের চেকপোস্টের সামনে না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া দিয়ে প্রাইভেটকারটি আটক করি।
পর প্রাইভেটকারের পিছনের ডান পাশের দরজায় সংযুক্ত সাউন্ড বক্সের পাশে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৯ হাজার ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করি। প্রাইভেটকারটিও (ঢাকা-মেট্রো-গ-২৭-৫৮৮৯) জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৯৭ লক্ষ ২৫ হাজার টাকা এবং উদ্ধারকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উদ্ধার মাদক ও আটককৃতদের আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।