মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় কংস নদের ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রবিবার বারহাট্টার দশদার, চানপুর, কেওয়ারাশি ও রায়পুর ইউনিয়নের কয়েকটি গ্রাম একত্রে কংস নদের তীরে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল মোতালিব, মেম্বার মহন লাল, কৃষক দবির হোসেন, কৃষক মোখরেছুর রহমান, এনামুল হকসহ আরো অনেকে।
এসময় বক্তারা জানান, গত দুই যুগে দশদার, চানপুর, কেওয়ারাশি ও রায়পুর ইউনিয়নের কর্ণপুর, ফকিরের বাজার, বারই তাতিয়র, রায়পুর, পাইকপাড়া গ্রামের অন্তত দুই শতাধিক ঘর-বাড়ি, স্থাপনা, কবরস্থান, শশ্মান, প্রায় শতাধিক হেক্টর ফসলি জমি, বন-জঙ্গল কংস নদে বিলীন হয়ে গেছে। বসতভিটা ও আবাদি জমি হারিয়ে পাঁচ শতাধিক লোক অসহায় জীবন কাটাচ্ছেন।
এ বছর বর্ষার শুরু থেকে আবারও ভাঙন দেখা দিয়েছে। ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আগামী এক বছরে দুই শতাধিক বসতভিটা, কয়েকশ একর কৃষিজমি নদে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।