দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল জানিয়েছেন, আগামী শীতে করোনা মহামারির প্রকোপ বাড়তে পারে এটা মাথায় রেখে দেশের জেলা হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিওমাধ্যমে কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলে সব ঋতুর উপযোগী একটি দীর্ঘ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী ।
প্রধানমন্ত্রী বলেন, করোনা ভাইরাস আগামী শীতকালে বাড়তে পারে, সেটা মাথায় রেখে প্রত্যেকটা জেলা হাসপাতালে আইসিইউ নির্মাণ থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থাসহ সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা আমরা করে দিচ্ছি।’
করোনা পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে দুই হাজার চিকিৎসক, তিন হাজার নার্স নিয়োগ দিয়েছি, টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আমাদের কাজই হচ্ছে জনগণের কাজ করা, জনগণের কল্যাণ করা।
এদিকে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে একইরকম আশঙ্কা প্রকাশ করে বলেছেন, শীতের দিনে বিভিন্ন দেশে করোনা সংক্রমণ হতে পারে। আমাদের দেশেও বাড়তে পারে। সেই আশঙ্কা করা হচ্ছে। সেজন্য আমরাও প্রস্তুত আছি। আমাদের ডাক্তার নার্সদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। হাসপাতালগুলো প্রস্তুত রয়েছে। বাংলাদেশের মানুষ কোনো করোনা ঢেউ ভয় পায় না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া চিকিৎসাই বাংলাদেশের রোগীদের দেয়া হচ্ছে। ট্রাম্পকে এমডিসিভিট নামে যে ওষুধ দেয়া হচ্ছে আমাদের দেশেও একই চিকিৎসা দেয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে সংক্রমণ ও মৃত্যুর হার অনেক কম। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করছি। যার ফলে দেশে মৃত্যুহারও সংক্রমণের হার কমেছে।
এদিকে, বাংলাদেশে ৮ মার্চ প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হবার পর আজ আট মাস আতিক্রম করে দেখা যাচ্ছে সাম্প্রতিক সময়ে দেশে মৃত্যুর হার অন্যান্য সময়ের চাইতে বেশি। বিশেষজ্ঞরা বলছেন নমুনা পরীক্ষায় অনীহার কারণে অনেকেই সঠিক সময়ে হাসপাতালে ভর্তি হতে পারছেন না। একইসঙ্গে দেরিতে হাসপাতালে ভর্তি হওয়ার কারণেও মৃত্যুর হার বেড়েছে।