এবারের পদার্থবিদ্যার নোবেল পুরস্কার পাচ্ছেন তিন বিজ্ঞানী। পুরস্কার মূল্যের অর্ধেক পাবেন রজার্স পেনরোজ এবং বাকি অর্ধেক পাবেন যুগ্মভাবে রেনহার্ড গেনজেল আর আন্দ্রেয়া ঘেজ। মঙ্গলবার রয়াল সুইডিশ অকাদেমি এই ঘোষণা করেছে। কৃষ্ণগহ্বর নিয়ে তাঁর কাজের জন্য পুরস্কৃত হচ্ছেন রজার পেনরোজ। ব্রহ্মাণ্ডের কেন্দ্রে অতিকায় বস্তু আবিষ্কারের জন্য পুস্কৃত হলেন রেনহার্ড গেনজেল ও আন্দ্রেয়া ঘেজ।
অন্যদিকে রসায়নের নোবেল পুরস্কার পেলেন ফরাসী বিজ্ঞানী এমানুয়েল শার্পেন্তিয়েঁ এবং মার্কিন গবেষক জেনিফার এ দোদনা। জিনোম এডিটিংয়ে নতুন পদ্ধতি আবিষ্কারের জন্য তাঁদের পুরস্কৃত করা হয়েছে। এই পদ্ধতির নাম CRISPR। বুধবার স্টকহোমে রয়াল সুইডিশ আকাদেমি অফ সায়েন্সেস তাধের নাম ঘোষণা করেছে। তাঁরা পাবেন স্বর্ণপদক ও ১১ লাখ ডলার।
উল্লেখ্য, চিকিৎসা ও পদার্থবিদ্যা এবং রসায়নে নোবেল পুরস্কারের নাম ঘোষণা হয়েছে। বাকি রয়েছে শান্তি, সাহিত্য ও অর্থনীতির নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা।