সারা দেশেরে মতো চট্টগ্রামেও ছড়িয়ে পড়েছে ধর্ষন বিরোধী আন্দোলন। চট্টগ্রামের প্রতিদিনেই আন্দোলন করছে শিক্ষার্থীরা।
স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
মঙ্গলবার (৬ অক্টোবর) চট্টগ্রাম নগরীর ওয়াসার এবং প্রেস ক্লাবের সামনে দেশে চলমান হওয়া ধর্ষনের বিরুদ্ধে মানববন্ধন করেন সাধারন মিক্ষার্থীরা। এ সময় ধর্ষন বিরোধী বেশ কিছু প্লে-কার্ড নিয়ে দাড়িয়ে থাকে তারা।
আন্দোলন থেকে শিক্ষার্থীরা জানায়, দেশে ধর্ষন হাড় দিনকে দিন বেড়েই চলেছে। ধর্ষন রোধ করা অতিব জরুরি হয়ে পড়েছে। আমরা আর কত লজ্জিত হবো আমাদেরেও তো মা-বোন আছে আজ যারা নির্যাতিতো হচ্ছে তারাও তো আমাদের মা-বোন সমতুল্য। এর শেষ কোথায় আর কত ধর্ষন হলে এ জাতির বিবেক নাড়া দিবে। আমরা প্রশাসন ও সরকারের কাছে আবেদন করছি ধর্ষনের সর্বচ্চো শাস্তি মৃত্যুদন্ড হোক। ধর্ষনের রায় ১ মাসের মধ্যে ঘোষনা করা হোক। ধর্ষন প্রমান হওয়ার পরে ধর্ষকের মৃত্যুদন্ড ১০ দিনের মধ্যে কার্যকর করা হোক। কোন অবস্থাতে ধর্ষকের বিচরিক কার্যক্রম চলা অবস্থায় ধর্ষকের জামিন না দেয়ার বিধান কার্যক্রম করা হোক।