রাজধানীর পাইকারি বাজারে এ সপ্তাহেও স্থিতিশীল রয়েছে চালের দাম। আলু, পেঁয়াজের দাম নিম্নমুখী; তবে কেজিতে ১০ টাকা পর্যন্ত দাম বেড়েছে আদা-রসুনের। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে সব ধরনের ডাল ও আদা-ময়দার। সব ধরনের নিত্যপণ্যের বেচাকেনাতেই বেশ মন্দাভাব বলে জানান পাইকাররা।
তারা জানান, নির্বাচনের পরপর কয়েক দফায় বস্তাপ্রতি আড়াইশ’ টাকা পর্যন্ত দাম বাড়ার পর সপ্তাহ দুয়েক আগে প্রতি বস্তায় কমেছে ৫০ টাকা। এরপর থেকে দরদামের কোনো ওঠানামা নেই চালের বাজারে।
এদিকে, এ সপ্তাহে এসে আবারও কমেছে দেশি পেঁয়াজ আর আলুর দাম। তবে কেজিতে ১০ টাকা করে বেড়ে পাইকারি পর্যায়ে রসুন বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায় আর আদার দাম পড়ছে ৭০ থেকে ৭২ টাকা। এখানেও বেচাকেনায় মন্দাভাবের কথা জানান ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা যায়, বেশ খানিকটা কমেছে দেশি-বিদেশি ডালের দাম। কেজিতে ১ টাকা দাম কমেছে আটা-ময়দার। কেজিতে প্রায় ১টাকা বেড়েছে নিত্যপণ্য চিনির দাম। কোন ওঠানামা নেই ভোজ্য তেলের দামে।
বাজারে কেজিতে ৩০ টাকা বেড়ে সর্বনিম্ন ১৪০০ টাকায় বিক্রি হচ্ছে এলাচ। তবে আগের দামেই বিক্রি হচ্ছে জিরা, দারুচিনি, গোলমিরচ আর লবঙ্গসহ মসলা জাতীয় পণ্য।