স্টাফ রিপোর্টারঃ আরাফাত আহমেদ রনি
বহুল আলোচিত সিনহা হত্যাকান্ডের পরে ওসি প্রদিপের বিশাল সম্পদের পাহাড়ের বিষয় বেড়িয়ে আসে। বিভিন্ন সুত্রে জানা যায় ওসি প্রদিপ এই সম্পদ গড়েছিলো চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে। সিনহা হত্যাকান্ডের পর বেশ আলোচনায় উঠে কক্সবাজার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর ভুমিকা। তারপরে বেশ কিছু তদন্তে কক্সবাজার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এর পুলিশ বেশকিছু ওসি এবং এস,আই দের বিরুদ্ধে অনিয়ম এবং দুর্নীতি তথ্য বেড়িয়ে আসে। তারপর পরেই কক্সবাজার পুলিশে পরিচালনা করা হয় শুদ্ধি অভিযান, আনা হয় বড় ধরনের পরিবর্তন। তারেই ধারাবাহিকতায় কক্সবাজারের পর এবার সি,এম,পি তেও পরিচালনা করা হচ্ছে শুদ্ধি অভিযান। জানা যায় দায়ীত্ব নেয়ার পর পর অযোগ্য আর অদক্ষ পুলিশ দের তালিকা করছেন নতুন পুলিশ কমিশনার তানভির সালেহ, এরই মাঝেই ৫৯ জন এস,আই কে বদলি করা হয়েছে তালিকায় এখনও আরো ৪০ জনের মতো কর্মকর্তাদের নাম আছে।
সিএমপি কমিশনার তানভির সালেহ বলেন, আমরা সকল পুলিশ কর্মকর্তাদের পার্ফমেন্স এবং তার যোগ্যতা সম্পর্কে বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করছি।তাদের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি এবং অভিযোগ পাওয়া গেলে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো
বিভিন্ন মহল থেকে অভিযোগ আসে চট্টগ্রাম পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঘুরে ফিরে বিভিন্ন মাধ্যমে আবার একই থানায় বদলি হয়।