ডেস্ক রিপোর্ট(মোস্তাফিজুর রহমান): দেশে মাদক-বিরোধী অভিযান ও কথিত বন্দুকযুদ্ধে সবচেয়ে বেশী ভূমিকা পালন করছে পুলিশবাহিনী। আর সেই পুলিশ বাহিনীতেই ধরা পড়েছে মাদকসেবী। এবার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)২৬ জন সদস্য ডোপ টেস্টে পজিটিভ চিহ্নিত হয়ে চাকরিচুতির প্রক্রিয়ায় রয়েছেন।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, ‘মাদকের বিষয়ে আমরা সন্দেহভাজন পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করিয়েছি। এর মধ্যে ২৬ জন সদস্যের পজিটিভ পেয়েছি। তাদেরকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।’
শনিবার মিরপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনারের কার্যালয় উদ্বোধন শেষে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্বাস এভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলে বাকিদের জন্য সুস্পষ্ট ম্যাসেজ যাবে যে, আমরা কাউকে ছাড় দেবো না। আমাদের এই উদ্যোগের ফলে অনেকে ভালো হয়েছে এবং মাদকের রাস্তা থেকে ফিরে এসেছে।’
পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ সদস্য যারা মাদকের সাথে সম্পৃক্ত আছে বা মাদক ব্যবসায়ীকে সহযোগিতা করছে সরাসরি তাদের বিরুদ্ধে মামলা নিয়ে গ্রেফতার করা হচ্ছে। এ বিষয়ে কোনোরকম শিথিলতা দেখানো হচ্ছে না।’
উল্লেখ্য, দেশে গত একবছরের বেশি সময় ধরে চলছে মাদকবিরোধী অভিযান। মাদকবিরোধী অভিযানের পুরটা সময় মাদক ব্যবসায়ী বলে সন্দেহভাজন শতাধিক ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। প্রচুর পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, গ্রেফতার হয়েছে কয়েকশোর বেশী মানুষ। আর মামলা হয়েছে অগণিত। আর খোদ পুলিশ বাহিনীর সদস্যরা মাদকের সাথে সম্পৃক্ত হয়ে গেছে যা দেশের মানুষের জন্য খুবই হতাশার।