মোঃলোকমান হোসেন,যশোর জেলা প্রতিনিধি:-যশোরে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।(শুক্রবার ১ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সাতমাইল বাজার থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন- যশোর সদর উপজেলার ছোট হৈবতপুর গ্রামের মিলন হোসেনের ছেলে সিরাজুল ইসলাম(২৩)ও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে কামরুজ্জামান (৩০)।এসময় তাদের কাছে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল গোলাম রব্বানী জানান,বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আসন্ন এসএসসি পরীক্ষা সামনে রেখে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি চক্রের একদল সদস্য দেশের বিভিন্নস্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের তৎপরতা চালাচ্ছে। বিষয়টি আমলে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করে যশোর অঞ্চলে প্রশ্নপত্র ফাঁস চক্রের সন্ধান পাওয়া যায়।শুক্রবার বিকেলে সদও উপজেলার সাতমাইল বাজারে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে।এই সময় একটি এইচপি কোম্পানির ল্যাপটপ,তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একটি ফোনে হোয়াটসআপ এ একাধিক গ্রুপের সন্ধান পাওয়া গেছে।তাতে বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথোপকথন এবং লিঙ্ক রয়েছে।