মোঃ খোরশেদ আলম(কুমিল্লা জেলা প্রতিনিধি) : আবু মুছা আল কবির বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার রাজনীতির আদর্শকে বুকে লালন করে ছাত্র রাজনীতি করছেন ছাত্রজীবন থেকে।
আবু মুছা আল কবির ১৯৭৮ সালে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ৮নং চাপিতলা ইউনিয়নের ঐতিহ্যবাহী চাপিতলা গ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য সরকার বাড়ীর একটি বিখ্যাত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।তার পিতার নাম আলহাজ্ব ওবায়েদুল হক সরকার এবং মাতার নাম ফাতেমা তুজ জোহরা। তার পিতা কোম্পানীগঞ্জ বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়িক ছিলেন এবং ৮ নং চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন এবং তার চাচা তফাজ্জল হোসেন সরকার বর্তমান ৮ নং চাপিতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
আবু মুছা আল কবিরের তিন বোন। তিনি চাপিতলা নুরে মদিনা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করেন এবং তিনি কোম্পানীগঞ্জ বাজার ইলেকট্রিক ও ইলেকট্রনিকস সমিতির সিনিয়র সহ-সভাপতি।
আবু মুছা আল কবির বাল্যকাল থেকেই খুব শান্ত , ভদ্র ও নম্রস্বভাবের ছিলেন। পড়ালেখায় খুব মনোযোগী ও মেধাবী ছিলেন এবং পড়ালেখার পাশাপাশি খেলাদুলায়ও পারদর্শী ছিলেন।১৯৯৪ সালে চাপিতলা অজিফা খাতুন উচচ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। আবু মুছা আল কবির এসএসসি পাস করেই রাজনৈতিক কর্মকান্ডে মনোযোগী হয়ে পরেন।তিনি ১৯৯৭ সালে বদিউল আলম ডিগ্রি কলেজে থেকে এইচএসসি পাস করেন এবং ১৯৯৯ সালে বদিউল আলম ডিগ্রি কলেজ থেকে সালে ডিগ্রি পাস করেন।
আবু মুছা আল কবির এই উপজেলা সকল নেতা-কর্মীদের প্রতিমুহুর্তে খোঁজ খবর নেয়াসহ নিজের টাকা দিয়ে অসহায় মানুষের চিকিৎসা সেবা দেন এই নেতা। স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন সময় ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা ও দলীয় নেতাকর্মীদের অর্ন্তদ্বন্দ দুর করার ক্ষেত্রেও এ নেতার ভূমিকা অন্যতম।আবু মুছা আল কবির এসব দায়িত্ব পালনের পাশাপাশি করোনার সময় প্রায় তিন লক্ষ ৫০ হাজার টাকার খাদ্য সামগ্রী অসহায় কর্মহীন মানুষের মাঝে বিতরণ করেন।
আবু মুছা আল কবির মুরাদনগর উপজেলার সংগ্রামী তুখুর ছাত্রনেতা ছিলেন।পরবর্তীতে তিনি ৮নং চাপিতলা ইউনিয়ন কৃষক লীগের সাবেক সংগ্রামী প্রভাবশালী সভাপতি ছিলেন এবং বর্তমান বাংগরা বাজার আওয়ামী কৃষকলীগের দক্ষ ও কর্মীবান্দব সফল প্রভাবশালী সভাপতি ও তরুণ প্রজন্মের অংকার, হাজারো নেতা তৈরির কারিগর, মুজিব আদর্শের সৈনিক, ড. শেখ হাসিনার রাজপথের লড়াকু সৈনিক, আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন(এফসিএ) এমপি মহোদয়ের আস্তাভাজন আবু মুছা আল কবির।
মুরাদনগর আওয়ামীলীগের দুঃসময়ের আমলে আন্দোলন করতে গিয়ে, আওয়ামী পরিবারের যেসকল নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছিলেন তাদের মধ্যে বেশি নিপীড়নের শিকার হয়েছিলেন মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বাংগরা বাজার কৃষক লীগের প্রভাবশালী সভাপতি আবু মুছা আল কবির
৮ নং চাপিতলা ইউনিয়নের তৃণমূল নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ এবং সবস্তরের জনসাধারন আবু মুছা আল কবিরকে ৮নং চাপিতলা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।