অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিনের ট্রায়াল সাময়িক বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে । ভ্যাকসিনটির পর্যাপ্ত তদন্তের পর পুনরায় ট্রায়াল শুরুর অনুমোদন দিয়েছে ব্রিটিশ সরকার।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এর আগে করোনার ওই ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালের সময় এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পরলে কিছুদিনের জন্য তার প্রয়োগ বন্ধ রাখা হয়। খবর এএফপির।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবৃতিতে বলা হয়, অক্সফোর্ড-অ্যাসট্রোজেনেকার করোনার টিকা এজেড১২২১ এর ট্রায়াল আবার শুরু হয়েছে। যুক্তরাজ্যের ‘মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি’ (এমইইচআরএ) এটিকে নিরাপদ বলে অনুমোদন দেওয়ার পরই ট্রায়াল আবার শুরু হয়েছে।
অক্সফোর্ডের সঙ্গে এ টিকা বানানোয় কাজ করছে ওষুধ কোম্পানি অ্যাসট্রোজেনেকা। গত বুধবার অ্যাসট্রোজেনেকার পক্ষ থেকে বলা হয়, এক স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ায় টিকার ট্রায়াল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
অ্যাসট্রোজেনেকা জানিয়েছে, ওই কমিটি তাদের তদন্তের কাজ শেষ করেছে এবং এমএইচআরএকে বলেছে এটির ট্রায়ালে আর কোনো অসুবিধা নেই।