রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে শূন্য হওয়া ৪টি আসনের উপনির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন নিতে আসা দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-১৮ আসনের মনোনয়নপ্রত্যাশী এসএম জাহাঙ্গীর হোসেন ও কফিল উদ্দীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে শত শত নেতা-কর্মীর উপস্থিতিতে সরব হয়ে ওঠে গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়। এ সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে যুবদল নেতা এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন না দিতে দলের হাইকমান্ডের কাছে লিখিত আবেদন জানিয়েছেন বিএনপি সমর্থিত আট কাউন্সিলর প্রার্থী। আবেদনকারীরা ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন।
তারা হলেন, আবেদনকারীরা হলেন- ১নং ওয়ার্ডের মোস্তাফিজুর রহমান সেগুন, ৫০নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেওয়ান মোহাম্মাদ নাজিম উদ্দিন, ৪৪নং ওয়ার্ডের মো. আনোয়ার হোসেন আয়নাল, ৪৭নং ওয়ার্ডের মোতালেব হোসেন রতন, ৪৬নং ওয়ার্ডের আরিফুর রহমান আরিফ, ৪৩নং ওয়ার্ডের মো. আক্তার হোসেন, সংরক্ষিত ৫২, ৫৩ ও ৫৪ ওয়ার্ডের সোহেলী পারভীন শিখা এবং সংরক্ষিত ৪৯, ৫০ ও ৫১ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লুৎফা খানম চৌধুরী।
এদিকে, প্রথম দিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ২৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেন ও চার জন জমা দেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দ্বিতীয় দিন আরও ৬ জন নতুন করে ফরম ক্রয় করেন। সব মিলে দুদিনে ২৯ জন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করেছেন। প্রত্যেকটি ফরম ১০ হাজার টাকায় ক্রয় করে ২৫ হাজার টাকা জামানতসহ জমা দিয়েছেন আগ্রহী প্রার্থীরা।
জানা গেছে, ঢাকা-৫ আসনের জন্য নবী উল্লাহ নবী (একাদশ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন), অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, মো. জুম্মন মিয়া, আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদ ও আকবর হোসেন নান্টু। ঢাকা-১৮ আসনের জন্য বাহাউদ্দিন সাদী, এম কফিল উদ্দিন, ইশতিয়াক আজিজ উলফাত, এসএম জাহাঙ্গীর হোসেন, ইসমাইল হোসেন, মোস্তফা জামান সেগুন, মো. আখতার হোসেন। এই দুই আসনে মোট ১৫ জন মনোনয়নপত্র কিনে জমা দিয়েছেন।
এছাড়া নওগাঁ-৬ আসনে আবদুস শুকুর, এম এম ফারুক জেমস, মাহমুদুল আরেফিন স্বপন, এসহাক আলী, আতিকুর রহমান রতন মোল্লা, শেখ মো. রেজাউল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবু সাঈদ রফিকুল আলম রফিকসহ মোট ৯ জন মনোনয়ন পত্র কিনে জমা দিয়েছেন।
সিরাজগঞ্জ-১ আসনে কণ্ঠশিল্পী কনক চাপা (একাদশ নির্বাচনে ধানের শীষের প্রার্থী ছিলেন), বিএম তহবিবুল ইসলাম, নাজমুল হাসান তালুকদার রানা ও রবিউল হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনে আগ্রহী প্রার্থী ৫জন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ হবে ১৭ সেপ্টেম্বর। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের তফসিল কমিশন এখনো ঘোষণা করেনি।