পাকিস্তানের ইসলামাবাদ আদালত সে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে। তাঁকে ঘোষিত অপরাধী বলে ঘোষণা করা হয়েছে দেশটিতে।
গতকাল বুধবার দেশটির আদালত জানিয়েছে, তোষাখানা গাড়ি মামলায় শরিফের সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। শরিফ এখন চিকিৎসার জন্য গত একবছর লন্ডনে রয়েছেন। তাই নওয়াজ শরিফকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হল।
এদিকে তাঁর পক্ষ হয়ে ইসলামাবাদের আদালতে তাঁর সাম্প্রতিক মেডিকেল রিপোর্ট পেশ করে জামিনের মেয়াদবৃদ্ধির আবেদন জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার সেই আবেদন শোনা হবে। একই মামলায় প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ গিলানিকেও দোষী সাব্যস্ত করা হয়েছে।
মামলার চার্জশিটে বলা হয়েছে, গিলানি লাক্সারি গাড়ি বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ভেঙে জারদারি ও শরিফকে সুবিধা পাইয়ে দিয়েছিলেন। এর আগে শরিফকে লন্ডনের সম্পত্তি ও ইস্পাত কারখানা মামলায় আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল আদালত।