ডেস্ক রিপোর্ট: এক ব্যক্তিকে থানায় নিয়ে পিটিয়ে হত্যার দায়ে তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত ৷ ২০১৪ সালে অর্থাৎ সাড়ে ছয় বছর আগের ঘটনার এই মামলায় রায় ঘোষণা করা হয়েছে আজ বুধবার (৯ সেপ্টেম্বর)।
আদালত ২০১৪ সালে পুলিশের হেফাজতে জনি নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ৫ জন আসামীর মধ্যে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। অপর দু্ই জনকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন পল্লবী থানার তৎকালীন উপ-পরিদর্শক জাহিদুর রহমান জাহিদ, এসআই রশিদুল ইসলাম এবং এএসআই কামরুজ্জামান মিন্টু। যাবজ্জীবন ছাড়াও এক লাখ টাকা করে জরিমানা এবং দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার আদেশ দেয়া হয়েছে। অর্থাৎ অর্থদণ্ড ছাড়াও আসামীদের প্রত্যেককে আগামী দুই সপ্তাহের মধ্যে নিহতের পরিবারকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে । এর বিরুদ্ধে কোন আপিল করা যাবে না। জরিমানা ও ক্ষতিপূরণের অর্থ দিতে ব্যর্থ হলে আরো ৬ মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বাকি দুই আসামি পুলিশের ‘সোর্স’ রাশেদ ও সুমনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে ৷ সেই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে তাদেরকে ৷
উল্লেখ্য, ২০১৩ সালে নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারন আইন প্রণয়নের পর বাংলাদেশে প্রথমবারের মতো পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় কোন মামলার এই ঐতিহাসিক রায় হল। তিন পুলিশ সদস্যকে যে শাস্তি দেওয়া হয়েছে, তা এই আইনে সর্বোচ্চ সাজা ৷
আজ রায় ঘোষণার আগে থেকেই দায়রা জজ আদালতের প্রাঙ্গনে মানববন্ধন করছিলো নিহত জনির ভাই ইমতিয়াজ হোসেন রকি, তার মা খুরশিদা বেগম, দুই সন্তান এবং এলাকাবাসী।
রায় ঘোষণার পর রকি জানান, রায়ে সন্তুষ্ট তারা। তবে উচ্চ আদালতেও যাতে এই রায় বহাল থাকে সেই দাবি জানিয়েছেন তারা।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি গাড়িচালক ইশতিয়াক হোসেন জনিকে থানায় নিয়ে পিটিয়ে হত্যা করা হয় ৷ সাত অগাস্ট জনির ভাই রকি ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ‘নির্যাতন ও পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে’ এই মামলা দায়ের করেন।
আর বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের হিসাবকৃত তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম আট মাসেই জেল কাস্টডিতে মারা গেছে ৫৩ জন। আর এ পর্যন্ত নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনের অধীনে মামলা হয়েছে ১৭টি।