সোমবার (৭ সেপ্টেম্বর) পাইকারি পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করায় প্রতিবাদে দোকান বন্ধ ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।
খাতুনগঞ্জে অভিযান চালিয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে দশটি প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। প্রতিবাদে সকাল থেকে দোকান বন্ধ রেখেছেন খাতুনগঞ্জের পেঁয়াজ ব্যবসায়ীরা। সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ কর্মসূচি চলমান রাখে ব্যবসায়ীরা। এ সময় পাইকারি বাজারের ভেতরেই বিক্ষোভ মিছিল করেন তারা।
ব্যবসায়ীরা জানান, ভারতের বাজারের ওপরই দেশের পেঁয়াজের দাম নির্ভরশীল। আমদানিকারকরা দাম নির্ধারণ করে দেয়ায় পেঁয়াজের দামের ওপর খাতুনগঞ্জের ব্যবসায়ীদের কোনো হাত নেই। তারপরও প্রশাসন নানা অজুহাতে তাদের জরিমানা করেছে। ব্যবসায়ীদের হয়রানি না করে স্থলবন্দরে পেঁয়াজ কত দামে বিক্রি হচ্ছে তা মনিটরিংয়ের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ব্যবসায়ীরা আরও জানান, খাতুনগঞ্জে ভারতের পেঁয়াজের আমদানিকারক নেই বললেই চলে। স্থলবন্দর থেকে বেপারিরা পেঁয়াজ পাঠিয়ে দাম বেঁধে দেন। সেই দামে কমিশনের ওপর আড়তদার বিক্রি করেন। তাই বাজার মনিটরিং করতে হবে স্থলবন্দরগুলোতে। এর আগে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে খাতুনগঞ্জে রোববার অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১০ আড়তদারকে জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিভিন্ন অনিয়ম ও ক্রয় ইনভয়েস না রাখায় তাদের জরিমানা করা হয়।
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি