মোঃ লোকমান হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল মদিনাতুল উলুম ফাযিল মাদরাসা’র মরহুম শিক্ষক ক্বারী মোঃ সিরাজুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মরহুমের কর্মস্থল উপরোক্ত মাদরাসা প্রাঙ্গনে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়।
মাদরাসা’র অধ্যক্ষ,মাওলানা মোঃ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদরাসা’র ম্যানেজিং কমিটি’র সভাপতি ও শার্শা উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক—আলহাজ্ব নুরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরাসা’র ম্যানেজিং কমিটি’র সদস্য ও বেনাপোল পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক—আলহাজ্ব নাসির উদ্দিন,বিশিষ্ট সাংবাদিক—আলহাজ্ব জামাল হোসেন,বেনাপোল মহিলা মাদরাসা’র অধ্যক্ষ,আব্দুল ওয়াহেদ দুদু, কমিটি’র বিদ্যুৎবাহী সদস্য—মোঃ আব্দুল লতিফ এবং বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র কর্মকর্তা—মোঃরবিউল ইসলাম (রবি) ও মাদ্রাসার সকল শিক্ষক—শিক্ষিকাসহ সকল কর্মচারী বৃন্দ।
প্রধান অতিথি নুরুজ্জামান দোয়া অনুষ্ঠানে মরহুম শিক্ষক সিরাজুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, আমরা একজন আদর্শবান শিক্ষাগুরুকে হারিয়েছি, তারমত একজন দক্ষ শিক্ষকের শিক্ষাঙ্গনে কতটা প্রয়োজন ছিল তা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক—শিক্ষার্থীদের কাছে সহজেই অনুমেয়। অত্র প্রতিষ্ঠানে তার অপরিসিম অবদানের কথা স্বীকার করে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য,মরহুম শিক্ষক সিরাজুল ইসলাম শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আব্দুল জলিল সর্দার। তিনি ১৯৮২ ইং সালে অত্র মাদরাসায় ক্বারী শিক্ষক হিসেবে নিযুক্ত হন।
(তার জন্ম—০১/০৩/১৯৬২ ইং, মৃত্যু—০১/০৯/২০২০ ইং)। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন পুত্র ও ৪ কণ্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।