প্রদীপ কুমার দেবনাথ, নিজস্ব প্রতিবেদকঃ আাগামী ৫ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ জাতীয় শিক্ষক দিবস। বাংলাদেশ শিক্ষক সমিতি (নজরুল) এ উপলক্ষ্যে চরম বৈষম্যের শিকার এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারীদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ করবে। এ উপলক্ষ্যে জাতীয়করণের দাবিতে সারা দেশের ৬৪ টি জেলায় বাশিস-নজরুল ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম কর্তৃক জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রদানকৃত এ স্মারকলিপির মাধ্যমে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রতি চরম বেতন বৈষম্য, লজ্জাজনক বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা, কল্যাণট্রাস্টের বাজে দৌরাত্ম্য, শিক্ষকদের মানবেতর জীবনযাপন ইত্যাদির অবসান ঘটিয়ে জাতীয়করণের মাধ্যমে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের সম্মানিত করার দাবী জানানো হয়।
বাশিস-নজরুল এর কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সারা বাংলাদেশের বিভাগীয় ও জেলা কমিটি এ কর্মসূচি বাস্তবায়ন করে।
এ উপলক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনি সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
পর্যায়ক্রমে সারা বাংলাদেশের জেলা প্রশাসকের কার্যালয়ে স্ব স্ব জেলা নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদানের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির ঘোষিত কার্যক্রম বাস্তবায়ন করে।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন বৈষম্য, সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। স্মারকলিপি প্রদানের পর নেতৃবৃন্দ আগামী ৫ অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দে বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে জাতীয়করণে দাবি সম্বলিত কর্মসূচীতে একযোগে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।