ডেস্ক রিপোর্ট: আপনার কি অ্যান্ড্রয়েড স্মার্টফোনে আছে। আপনি কি 4G নেটওয়ার্ক এর আওতায় আছেন? কিন্তু আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনে 4G নেটওয়ার্ক ব্য়বহার করেও ফোনে ইন্টারনেটের স্পিড 2G এর মতো চলে। আপনি জেনে অবাক হবেন প্রায় স্মার্টফোন ইউজার্সদের একই সমস্য়া। করোনা পরিস্থিতিতে মানুষ বেশেরবাগ সময় বাসায় কাটাচ্ছে। যার কারনে বেড়েছে ইন্টারনেটের ব্য়বহার। কোম্পানি যতোই রিচার্জ প্ল্য়ান সস্তা করে দিক তবুও ইন্টারনেটের স্পিড গ্রাহকদের কাছে একটি বড় সমস্যার বিষয়।
আপনার এই সমস্য়ার সমাধানের জন্য় কয়েকটি উপায় অবলম্বন করলে বাড়তে পারে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ইন্টারনেট স্পিড।
তবে আসুন দেখে নিই বিস্তারিত ভাবে এই উপায়গুলো-
কীভাবে মোবাইল ইন্টারনেটের স্পিড বাড়বে?
১. ফোন রিস্টার্ট করুন
এটি প্রথম এবং সবচেয়ে সহজ উপায়। ফোনটি রিস্টার্ট করার পর মোবাইল নেটওয়ার্ক সার্চ করে, এর কারন ইন্টারনেটের স্পিড কয়েকগুণ বেড়ে যায়। এই উপায় ছাড়াও মোবাইল ডেটা একবার বন্ধ করে আবার চালু করতে পারেন।
২. ফোনের ফ্লাইট মোডটি অন করুন
মোবাইলটি রিস্টার্ট করা ছাড়াও আপনি ফোনের ফ্লাইট মোডটি অন করে অফ করতে পারেন। এর পর, ফোনটি আবার মোবাইল নেটওয়ার্ক সার্চ করে, যা ফোনের ইন্টানেটের স্পিড কয়েকবার বেড়ে যায়।
৩. ডেটা ব্যবহার চেক করুন
বেশিরভাগ প্রিপেড প্ল্য়ানগুলি প্রতিদিনের ডেটা সীমার সঙ্গে আসে। প্ল্য়ানে ডেটা লিমিট শেষ হওয়ার পর ইন্টারনেটের স্পিড নিজেই কমে যায়। এই ক্ষেত্রে, আপনার একবার করে হলেও আপনার ডেটা ব্যবহার দেখে নেওয়া উচিত।
৪. অটো ডাউনলোড আপডেটগুলি ডিসেবল করে দিন
সাধারনত অ্য়াপগুলি আপডেট রাখার জন্য় ফোনে অটো ডাউনলোড বিকল্প অন করা থাকে। ভাল হবে যদি আপনি এই অপশনটি বন্ধ রাখেন। এই উপায়তে আপনার ইন্টারনেট লিমিটেড ব্য়বহার হবে এবং আপনি ভাল স্পিড পাবেন।
৫. ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করুন
অনেক সময় ফোনের সেটিংসে হেরফের করলেও ইন্টারনেটের স্পিড কমে যায়। এমন পরিস্থিতিতে আপনার ফোনের নেটওয়ার্ক সেটিংস একবার রিসেট করে দেওয়া ভাল।