এবার অনেকদিন পর কূটনৈতিক স্তরে বড় সাফল্য পেল ভারত। ভারত যে দাবি করেছিল তা মেনে নিয়েই রাশিয়া জানিয়ে দিল, তাঁরা পাকিস্তানকে আর অস্ত্র সরবরাহ করবে না।
প্রসঙ্গত, রাশিয়ার মস্কোয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) বার্ষিক সভা হয়েছে গতকাল। আর এই সম্মেলনে যোগ দেন রাশিয়ায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেখানেই তাঁর সঙ্গে বৈঠক করেন রাশিয়ার রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সার্গেই শোইগু (Gen Sergey Shoigu)। এই বৈঠকের পরই নিজেদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলো রাশিয়া। স্বভাবতই রশিয়ার এই সিদ্ধান্তে যারপরনাই খুশি নয়াদিল্লি।
Defence Minister Rajnath Singh had a one-hour meeting with Russian Defence Minister, Gen Sergey Shoigu, at the Russian Ministry of Defence, Moscow. The meeting covered a broad range of areas of cooperation between the two countries: Ministry of Defence pic.twitter.com/3ddkFYuUFi
— ANI (@ANI) September 4, 2020
রাশিয়ার এক সূত্রকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
উল্লেখ্য, দু’দেশের প্রতিরক্ষামন্ত্রী প্রায় এক ঘন্টার বেশি আলোচনা করেন। তাঁদের সঙ্গে ছিলেন পদস্থ আধিকারিকরা। কূটনৈতিক স্তরে ক্রমশ কোণঠাসা হচ্ছে পাকিস্তান। চিনের সঙ্গে হাত মিলিয়ে রাষ্ট্রপুঞ্জে ভারতের বিরুদ্ধে কয়েকটি নিন্দামূলক প্রস্তাব তুলেছিল পাকিস্তান। কিন্তু সেগুলিও খারিজ হয়েছে। ফলে আন্তর্জাতিক মহলে মুখ পুড়েছে ইমরান খানের সরকারের।
এবার রাশিয়ার কাছ থেকেও জোর ধাক্কা খেতে হল তাঁদের। প্রধানমন্ত্রীর আসনে বসার পরই নরেন্দ্র মোদি বিশ্বের জননেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন। বর্তমানে তারই ফসল তুলছে ভারত, দাবি কূটনৈতিক মহলের।