বুধবার (২ সেপটেম্বর) হাইকোর্টে এই রায় দেওয়া হয়। জানা যায় ১৯৯৬ সালে খুলনার গৌরিদাসি নামে এক বিধবা তার স্বামীর কৃষিজমির অধিকার দাবি করে। তৎকালিন সময় তার বিরোধিতা করেন তার দেবর জিতেন্দ্রোনাথ মন্ডল। বিধবা নারী তার স্বামীর সম্পত্তি যাতে ভাগ না পায় এই দাবি নিয়ে খুলনা জজ কোর্টে একটি মামলা দায়ের করেন জিদেন্দ্রোনাথ মন্ডল।
পরবর্তিতে রায় টি হিন্দু বিধবা নারী এর পক্ষে শোনায় খুলনা জজ আদালত। রায় না মেনে হাইকোর্টে আপিল করেন মন্ডল। দীর্ঘদিন যাবত এই মামলা বিচারাধীন ছিলো কিন্তু বুধবার আবার সেই বিধবা নারীর পক্ষে এই মামলা রায় দেন হাইকোর্ট।
রায়ে সন্তুষ্টি জানিয়ে রাষ্ট্রপক্ষের ডেপুটি এটর্নী জেনারেল শাহ মো: আশরাফুল হক বলেন, “এই রায়ে হিন্দু বিধবা নারীদের স্বামীর সব সম্পত্তিতেই অধিকার প্রতিষ্ঠিত হলো। এই রায়ের ফলে মহামান্য হাইকোর্ট বলেছেন একজন হিন্দু বিধবা নারী তার স্বামীর কৃষি জমিতে তার অধিকার প্রতিষ্ঠিত হবে, ভাগ পাবেন, আনুপাতিকহারে সম্পত্তির ভাগ পাবেন।”
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি