বুধবার (২ সেপটেম্বর) চট্টগ্রাম রাঙ্গুনিয়ার কাপ্তাই রাস্তার মাথা সড়কের চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসা গেইট এলাকায় অটোরিক্সা আর মোটরসাইকেল এর সংঘর্ষে মোঃ জোবায়েদ (১৬) নামে একজন নিহত হোন।
রহমত উল্লাহ শাহীন নামে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, “সিএনজিচালিত অটোরিকশাটি লিচুবাগান থেকে আসার পথে ইউনুছিয়া মাদ্রাসা গেইট এলাকা থেকে যাত্রীর জন্য দাঁড়িয়েছিল। অন্যদিকে মোটরসাইকেল চালিয়ে মরিয়মনগরের দিক থেকে আসছিল জোবায়েদ। দ্রুতগতিতে চালিয়ে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীর জন্য অপেক্ষমান সিএনজিচালিত অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে মুখোমুখি ধাক্কা দেয় সে। এতে মোটরসাইকেল আরোহী জোবায়েদের গলা কেটে গিয়ে গুরুতর জখম হয়।”
অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশা চালক ও তিন যাত্রীও গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে জোবায়েদ ও সিএনজিচালিত অটোরিকশা চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুপুর ২টার দিকে জোবায়েদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
রাঙ্গুনিয়া থানার ওসি (তদন্ত) মাহবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনায় অটোরিক্সা ও মোটরসাইকেল আটক করেছে পুলিশ।
নিহত মোঃ জোবায়েদ উপজেলার শিলক ইউনিয়নের নতুন রাস্তারমাথা এলাকার মোস্তাক তালুকদারের ছেলে। নিহত জোবায়েদ পরিবারের সাথে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতো এবং চন্দ্রঘোনা গ্রীন মডেল স্কুলের দশম শ্রেণীতে পড়ালেখা করতো।
ডেস্ক রিপোর্ট আরাফাত আহমেদ রনি