করোনাকালিন মহামারির কারনে বেশ কিছুদিন যাবত বন্ধ ছিলো দেশের সিনেমা হল এবং সিনেপ্লেক্স। খোলার জন্য মিছিল মিটিং করলেও তার কোন সমাধান পাইনি সিনেমা হল এবং সিনেপ্লেক্স ব্যবসায়ীরা। এরই মধ্যে জানা গেলো আর খোলা হবে না বসুন্ধরা সিটি কমপ্লেক্স এর স্টার সিনেপ্লেক্স। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্টার সিনেপ্লেক্সের বিপণন ও জনসংযোগ কর্মকর্তা মেসবাহ উদ্দীন আহমেদ জানান, বসুন্ধরা সিটি শপিংমল কর্তৃপক্ষ আমাদের নোটিশ দিয়েছে সিনেপ্লেক্স বন্ধ করার জন্য। তাদের নতুন পরিকল্পনা রয়েছে শপিংমল নিয়ে। যদি বাড়িয়ালা ভাড়াটিয়াদের নোটিশ দেন চলে যাবার জন্য তাহলে তো চলে যেতেই হবে। তবে আমাদের অন্য সবগুলো শাখাই চালু থাকবে।
এর আগে দেশের সিনেপ্লেক্সগুলো বাঁচাতে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে সিনেপ্লেক্সগুলো টিকিয়ে রাখতে সরকারি অনুদান চাওয়া হয়। অনুদান না পেলে সিনেপ্লেক্সগুলো বন্ধ হয়ে যাবে এমন আভাস দেয়া হয় সংবাদ সম্মেলনে। দীর্ঘ ১৮ বছর ধরে দেশি বিদেশি সিনেমা প্রচার করে বেশ সুনাম অর্জন করেছিলো বসুন্ধরা সিটি কমপ্লেক্স এর স্টার সিনেপ্লেক্স।
ডেস্ক রিপোর্টঃ আরাফাত আহমেদ রনি