মোঃহায়াতুজ্জামান
নড়াইল জেলা প্রতিনিধি।
নড়াইলে লোহাগড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রাইভেট পড়ানো ও শিক্ষকদের কোচিং বানিজ্য বন্ধে মানববন্ধন করা হয়েছে।আজ বেলা ১১ টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে মানব বন্ধন করা হয়।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে নড়াইলের লোহাগড়া উপজেলা চত্বরে ‘সচেতন নাগরিক ও অভিভাবকবৃন্দ’র ব্যানারে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক শ শিক্ষার্থীও অংশ নেয়।
মানব বন্ধনে শিক্ষার্থী অভিভাকরা দাবী করেন শিক্ষা প্রতিষ্টানের কিছু শিক্ষক বাধ্য করেন ছাত্র ছাত্রীদেরকে প্রাইভেট পড়তে। ওই শিক্ষার্থী তারকাছে প্রাইভেট না পড়লে পরীক্ষায় নম্বর না দেয়ার ও হুমকি দেয়া হয় শ্রেনী কক্ষে বলে বক্তারা বলেন। একাধিক বক্তা বলেন শিক্ষকরা ছাত্রছাত্রীকে ক্লাসে বসেই বলে দেন কে কোন কোচিংএ পড়বে ওই কোচিং এ না পড়লে শিক্ষার্থীদের ক্লাসে ভৎসনা করা হয় বলেও জানান মানব বন্ধনে থাকা
অভিভাবকরা।সচেতন নাগরিক ও অভিভাবকবৃন্দুরা লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মুকুল কুমার মৈত্র কাছে শিক্ষকদের কোচিং বানিজ্য বন্দের জন্য আবেদন পত্র জমাদেন। আবেদন কারীরা
বলেন আজ হাতে গোনা কিছু শিক্ষকের কাছে সমস্ত শিক্ষা প্রতিষ্টান জিম্মি হয়ে গেছে। আমাদের এই মানব বন্ধন ওই সকল শিক্ষকদের বিরুদ্ধে যারা শিক্ষা প্রতিষ্টানে বসে তার শিক্ষার্থীদের মোটা অংকের বিনিময়ে বাধ্য করছেন তার কাছে প্রাইভেট পড়তে ও তার পরিচালিত কোচিং সেন্টারে পড়তে। লোহাগড়া উপজেলার‘সচেতন নাগরিক ও অভিভাবকবৃন্দ’রা সংশ্লিস্ট প্রশাসনের দৃষ্টি আকর্শন করে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রনালয়ের আদেশ শিক্ষকদের শিক্ষা প্রতিষ্টানে প্রাইভেট ও শিক্ষকদের কোচিং বানিজ্য বন্ধ করা। কিন্ত লোহাগড়ার কিছু অতিলোভী নামধারী শিক্ষক সরকার ও আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে প্রাইভেট ও কোচিং বানিজ্য তাদের জীবনের আদর্শ হিসেবে বেছে নিয়েছেন। আমরা ওইসকল শিক্ষকদের বিরুদ্ধেই মানব বন্ধন করছি এবং সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি অনতিবলম্বে এই সকল শিক্ষকদের আইনের আওতায় এনে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য।লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার সচেতন নাগরিক ও অভিভাবকের সংগে একাত্ব ঘোষনা করে বলেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।
বক্তারা আরো বলেন, কোচিং বাণিজ্য শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। এই অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে অনেক অভিভাবক অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন।