যুক্তরাষ্ট্রে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে ওয়াশিংটনে সমাবেশে যোগ দিয়েছেন লাখো মানুষ। স্থানীয় সময় শুক্রবার (২৮ আগস্ট) ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে যোগ দিয়ে তারা বর্ণবাদবিরোধী শ্লোগান দেয়।
মানবাধিকার প্রতিষ্ঠায় ১৯৬৩ সালে এই স্থানে ঐতিহাসিক ভাষণ দেন মার্টিন লুথার কিং জুনিয়র। তখন থেকে প্রতি বছর নাগরিক আধিকার আদায়ের দাবিতে সমাবেশ হয়ে আসছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট উইসকনসিনে পুলিশের গুলিতে আহত হন কৃষ্ণাঙ্গ জ্যাকব ব্লেক। জড়িত পুলিশদের বিচারের দাবিতে টানা বিক্ষোভ করে আসছে মার্কিনীরা।
এদিকে হাসপাতালে চিকিৎসাধীন থাকা জ্যাকব ব্লেকের হাতকড়া খুলে দেয়া হয়েছে। আহতের আইনজীবী জানিয়েছেন, হাসপাতালে জ্যাকবের নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদের সরিয়ে নেয়া হয়েছে এবং তার বিরুদ্ধে আগের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা হয়েছে।