হলিউড সিনেমাপ্রেমীদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। প্রয়াত হলেন বিশ্ব বিখ্যাত অভিনেতা চ্যাডউইক বোজম্যান। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ‘ব্ল্যাক প্যান্থার ‘। দীর্ঘ ৪ বছর ধরেই কোলন ক্যান্সারে ভুগছিলেন অভিনেতা। অবশেষে গতকালই যুদ্ধ শেষ হল ৪৩ বছর বয়সী চ্যাডউইক বোজম্যানের।
সূত্র থেকে জানা গেছে, শনিবার পারিবারিক এক বিবৃতিতে বোজম্যানের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। লস অ্যাঞ্জেলসে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। সেই সময়ে বাড়িতে তার স্ত্রী টেলর সিমন লেডওয়ার্ড ও পরিবারের সকলেই তার পাশে ছিলেন। দীর্ঘ এতবছর ধরে শারীরিক অসুস্থতা নিয়ে কখনও প্রকাশ্যে কিছু মুখ খোলেননি অভিনেতা। কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই নিজের মধ্যেই রোগটিকে রেখে দিয়েছিলেন অভিনেতা। তার মৃত্যুতে হলিউডই শুধু নয়, গোটা বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। আজ সকালেই ‘ব্ল্যাক প্যান্থার ‘ অভিনেতা চ্যাডউইক বোজম্যানের টুইটার থেকেই এই দুঃসংবাদটি জানানো হয়েছে।
— Chadwick Boseman (@chadwickboseman) August 29, 2020
যেখানে বলা হয়েছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে চ্যাডউইক আর নেই। ২০১৬ সাল থেকে দীর্ঘ ৪ বছর ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা। স্টেজ ৪ পৌঁছে গিয়েই ৪ বছর ধরে লড়াই চালিয়ে গেছেন। তিনি ছিলেন সত্যিকারের যোদ্ধা। তার পরিচয় তার চরিত্ররাই। তবে তার মধ্যে ব্ল্যাক প্যান্থার সিনেমা তার জীবনের বড় প্রাপ্তি ‘। একটি সাক্ষাৎকারে চ্যাডউইক জানিয়েছিলেন ‘ব্ল্যাক প্যান্থার ‘ চরিত্রের জন্য তিনি প্রার্থনা করতেন। কারণ এটি কৃষ্ণাঙ্গদের সুপারহিরো ছিল। এছাড়াও জ্যাকি রবিনসন, জেমস ব্রাউনের মতো বহুল চর্চিত চরিত্রেও তিনি অভিনয় করেছেন।
‘ব্ল্যাক প্যান্থার’ ছাড়াও আরও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বোজম্যান। এসবের মধ্যে রয়েছে দ্য ফাইভ ব্লাডস, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স: ইন্ডগেম, কেপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার, ম্যাসেজ ফ্রম কিং, গডস অব ইজিপ্ট, কিং হোল প্রভৃতি।।