পুরু আগষ্ট মাস ধরেই টেলিভিশনে বংগবন্ধুর জীবনী প্রচারিত হয়েছে। বহু অজানা তথ্য বেরিয়ে এসেছে নানাজনের মূখ আর তথ্য থেকে। দাবী উঠেছে বংগবন্ধু হত্যার নেপথ্যের নায়কদের বিচার করার। প্রশ্ন এসেছে, কারা ছিল নেপথ্যের কারিগর। সেই তথ্যটিও বেরিয়ে গেছে নানা লেখায় আর বিভিন্ন জনের সাক্ষাতকারে। খুনীরাও সাক্ষাতকার দিয়ে বলে দিয়েছে, কারা তাদের ইন্দন যুগিয়েছে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষন এখন নিশ্চিত হয়ে গেছে। দেশী বিদেশী মদদ ছিল খুনীদের পেছনে। দেশের মধ্যে দুটি নাম সব তথ্য থেকেই উঠে এসেছে, খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমান। ৭৫ এর পরবর্তি তাদের কর্মকান্ডেও মিল পাওয়া গেছে। সেই ধারাবাহিকতায় বি এন পি ও একইভাবে দেশকে পরিচালিত করতে চেয়েছে। ধারাবাহিক ভাবে বলতে গেলে যে বিষয়গুলি উঠে আসে তা হলোঃ
(এক) বংগবন্ধুকে হত্যা করার পর পরই বাংলাদেশ বেতার কে পাকিস্তানের মত করে রেডিও বাংলাদেশ নামে বদল করা।
(দুই) স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধের অন্যতম শক্তি সঞ্চয়কারি শ্লোগান জয় বাংলাকে নিষিদ্ধ করা।
(তিন) স্বাধীনতা যুদ্ধের বিরোধিতাকারী নিষিদ্ধ ঘোষিত জামাত কে রাজনীতির অনুমতি দেওয়া, তাদের প্রতিষ্ঠিত করা
(চার) সংবিধানের চার মৌলিক নীতি পরিবর্তন করে ধর্মনিরপেক্ষতাকে বাতিল করে পাকিস্তনের মত ধর্মান্ধ মৌলবাদি রাষ্ট্রের ন্যয় ইসলামি রাষ্ট্র ঘোষনা করা
(পাচ) ক্ষমতা দখল করে রাষ্ট্রপতির অনুমোদনে জেলের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে নির্দয়ভাবে হত্যা করা।
(ছয়) খুনীদেরকে সরকারী পৃষ্টপোষকতায় গনভবনে থাকার সুবিধা এবং বিদেশী দুতাবাসে চাকুরী দেওয়া।
(সাত) আওয়ামী লীগ, মুক্তি যোদ্ধা, স্বাধীনতার পক্ষাবলম্বনকারিদের বিনা বিচারে জেলে প্রেরন এবং হত্যা করা
(আট) বংগবন্ধু হত্যার বিচার নিষিদ্ধ করে ইনডেমনিটি বিল পাশ করা।
(নয়) রাজাকারদেরকে মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানানো।
(দশ) শহীদ জননী জাহানারা ইমামের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা।
এমন আরো অনেক প্রমান্য দলীল রয়েছে যা এই দুই ব্যক্তির সংশ্লিষ্ঠতা প্রমান করে। এসব প্রমানে নেতার সংশ্লিষ্ঠতার কথা বি এন পি পন্থি আইনজ্ঞরাও জানেন। আইনে বিচার হয়, সাক্ষ্য প্রমান আর তথ্যাদি উপস্থাপনের মাধ্যমে। তার সবটাই এখন প্রমানীত। এখন স্বাভাবিক নিয়মেই মরনোত্তর বিচার হবে অপরাধীদের। এবং তা হলে ফেঁসে যাবে দল হিসাবে বি এন পিও। তাইত এখন যুক্তি দেখিয়ে আওয়ামী লীগকেই দায়ী করতে চেষ্টা চালাচ্ছে বি এন পি’র সুবিধাভোগিরা। যত যুক্তিই দেখাতে চেষ্টা করুক, যাদের নাম এসেছে তাদের বিচার হবেই। খুনী মোশতাকও আওয়ামী লীগেরই ছিল, আওয়ামী লীগকে দায়ী করে নিজেদেরকে নির্দোষ প্রমান করা যাবেনা।
আজিজুর রহমান প্রিন্স
টরেন্টো, কানাডা
২৬ আগষ্ট ২০২০।