ফিলিপাইনের দক্ষিণে সুলু প্রদেশে জোড়া বিস্ফোরণে পাঁচ সেনাসদস্যসহ ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৭ জন।
আজ সোমবার (২৪ আগস্ট) দুপুরে ওই প্রদেশের জোলো শহরে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে দেশটির সামরিক ও পুলিশ বাহিনী। এ বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করছে তারা।
সামরিক সূত্রে প্রাথমিক রিপোর্ট বলছে, সুলু প্রদেশের রাজধানী জোলোর ব্যস্ত সড়কের পাশে একটি মুদি দোকানের সামনে দুপুর ১২ টায় প্রথম বিস্ফোরণ হয়। দ্বিতীয় বিস্ফোরণ ঘটে এক ঘণ্টা পর বেলা ১টার দিকে।
জানা গেছে, দ্বিতীয় বিস্ফোরণ কাঁপিয়ে দেয় শহরের একটি গির্জাকে। এটিও ‘বড় বিস্ফোরণ’ ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশের মুখপাত্র জানান, তারা ক্ষয়ক্ষতি যাচাই ও পরিস্থিতি বিশ্লেষণ করছেন। পুলিশ ও সামরিক বাহিনীর যৌথ সন্ত্রাসবিরোধী টাস্ক ফোর্সের মুখপাত্র ক্যাপ্টেন রেক্স পায়োট বলেছেন, জোলো দ্বীপের টাউন প্লাজার কাছে ভারী বিস্ফোরণ হয়েছে।
তারা এক বিবৃতিতে অন্তত পাঁচজন সেনা ও চারজন সাধারণ মানুষ নিহতের খবর দিয়েছে। স্থানীয় পৌর কর্মীদের সহায়তার সময় এই ঘটনার শিকার হন সেনারা। তবে মাউন্ট কারমেলের আওয়ার লেডি গির্জার কাছে দ্বিতীয় বোমা হামলায় হতাহতের খবর জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী।
গত বছর একই গির্জায় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২৩ জন নিহত হন। ওই দিন রোববার প্রার্থনার জন্য সবাই একসঙ্গে হতেই বোমা বিস্ফোরিত হয়। সুত্রঃ জিনহুয়ানেট।