ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : শৃংখলা নিরাপত্তা প্রগতি এই ধারাকে লালন করে পুলিশিং সেবা সাধারন জনগনের দোড়গোড়ায় পৌচ্ছে দিতে বাংলাদেশ পুলিশের নব নিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ( আইজিপি ) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর ঐকান্তিক প্রচেষ্টায় সারাদেশ ব্যাপি বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়ে গেছে। জনগন বিট পুলিশিং কার্যক্রম এর সুফল পেতেও শুরু করেছেন, মূলত তারই ধারাবাহিকতায় গত বৃহঃস্পতিবার কালীগঞ্জ থানায় জেলা পুলিশ সুপার এর উপস্থিতিতে বিট পুলিশিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম (বার) পিপিএম (সেবা )। প্রধান অতিথির বক্তব্য তিনি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, তিনি তার বক্তব্য পুলিশকে আরো মানবিক হয়ে জনগনের সেবা করার আহব্বান জানান, সেই সাথে কালীগঞ্জে মাদক নির্মূলে জিরোটলারেন্স নীতি অবলম্বন করারও নির্দেশনা প্রদান করেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন, আলোচনা সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বি- সার্কেল সুশান্ত সরকার। এসময় কালীগঞ্জ থানা পুলিশের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভার পূর্বে তিনি কালীগঞ্জ থানার ডিউটি অফিসারের কক্ষ সংস্কার ও নতুন সাজে সজ্জিতকরনের উদ্ভোধন করেন।